BJP র তালিকায় ৬ মুখ্যমন্ত্রী, ১৩ উপমুখ্যমন্ত্রী এখনই আছেন, তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক সুজাতা খাঁ - Bangla Hunt

BJP র তালিকায় ৬ মুখ্যমন্ত্রী, ১৩ উপমুখ্যমন্ত্রী এখনই আছেন, তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক সুজাতা খাঁ

By Bangla Hunt Desk - December 21, 2020

বাংলা হান্ট ডেস্ক ; তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা খাঁ। তৃণমূল ভবনে তাঁর হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন সৌগত রায়। তাঁর সঙ্গে ছিলেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য,’ বিজেপি যোগ্য লোককে সম্মান দেয় না। সুযোগ সন্ধানীরা ক্ষমতা পাচ্ছে। যাঁরা লড়াই করে তাঁরা বঞ্চিত। তিনি কথায়, BJP র তালিকায় ৬ মুখ্যমন্ত্রী, ১৩ উপমুখ্যমন্ত্রী এখনই আছেন।

সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। তৃণমূলে যোগ দিয়েই বিজেপির প্রতি ক্ষোভ উগরে দেন। তাঁর কথায়,’যখন বিজেপি করতে শুরু করেছিলাম, তখন জানতাম না বিজেপি ২ থেকে ১৮ যেতে পারে বা জিরো থেকে হিরো হতে পারে। বিষ্ণুপুরে ছুটে বেড়িয়েছিলাম। তারপরও বিজেপির হয়ে লড়াই করেছি। কিন্তু সম্মানের জায়গায় জিরো। যে দলটার বিরুদ্ধে লড়াই করছিলাম, সেই দলের পচা আলুরা যোগ দিচ্ছে বিজেপিতে। কোন সাবান মেখে চোর সাধু হয়ে যায়, সেই সাবান বা ওষুধ খুঁজে পাইনি। অথচ আমাদের মতো যাঁরা রক্ত দিয়েছে, তাঁরা বঞ্চিত।’ 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর