পশ্চিমবঙ্গ ভোটে একশো আসন পাবে না বিজেপি, বিস্ফোরক প্রশান্ত কিশোর - Bangla Hunt

পশ্চিমবঙ্গ ভোটে একশো আসন পাবে না বিজেপি, বিস্ফোরক প্রশান্ত কিশোর

By Bangla Hunt Desk - December 21, 2020

বাংলা হান্ট ডেক্স; অমিত শাহের ২ দিনের বঙ্গ সফরের শেষের পরেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁলেন ভোট গুরু প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের দাবি, ২১শে বিধানসভা নির্বাচনে বিজেপি দুই অংঙ্ক পেরোবে না। যদি এরচেয়ে ভালো ফল করে বিজেপি, তাহলে কাজ ছেড়ে দেবেন তিনি। টুইট করে এমনটাই জানান তিনি।

শনিবারই শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন একঝাঁক নেতানেত্রী। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন স্থান থেকে খবর আসছে দল ভাঙনের। এরা অনেকেই প্রশান্ত কিশোরকে দুষে দল ছাড়ছেন। বলছেন এইরকম কর্পোরেট ধাচে দল চলতে পারে না। যদিও এসবে ভ্রুক্ষেপ নেই পি-কের। বরং সোমবার সকালে তিনি টুইট করে জানান, “বাংলায় দুই অঙ্কের সংখ্যা পেরোতে বিজেপিকে যথেষ্ট কষ্ট করতে হবে, এরপরই তিনি লেখেন, যদি এর চেয়ে ভাল ফল হয় বিজেপির তাহলে কাজ ছেড়ে দেবেন তিনি।”

এদিন প্রশান্ত কিশোর অভিযোগ করেন যে বিজেপিকে তোল্লাই দিচ্ছে মিডিয়ার একাংশ। বাস্তবে বিজিপি একশো পেরোবে না বলে দাবি পি-কের। এমনকী লোকজনকে টুইটটি যত্ন করে সংগ্রহ করে রাখার চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি। 


 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর