বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে সরকারের ১০ বছরের রিপোর্ট কার্ড মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তৃণমূল - Bangla Hunt

বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে সরকারের ১০ বছরের রিপোর্ট কার্ড মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তৃণমূল

By Bangla Hunt Desk - December 18, 2020

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে চাইছে তৃণমূল। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি। বাড়ি বাড়ি মানুষের কাছে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিগত দশ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরা হবে।

শুক্রবার মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম বিধানসভার বালিয়া গ্রামপঞ্চায়েতের খড়সা, বাতুর ও থিরা গ্রামে সরজমিনে পর্যালোচনা ও কার্যকলাপ শুরু করলেন।বঙ্গধ্বনি যাত্রায় মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দিদির ১০ বছরের উন্নয়ন দুয়ারে সরকারের বিষয় তুলে ধরলেন ও রাজ্য সরকারের রিপোর্ট কার্ড দিলেন। উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক, বালিয়া অঞ্চল ও বুথ নেতৃত্ব থেকে শুরু করে দলের সমস্ত পদাধিকারীরা।

আলাপ আলোচনার পাশাপাশি গ্রামের মানুষের মুখ থেকে তাঁদের অভাব অভিযোগের কথাও শোনেন তাঁরা। আজকের কর্মসূচির মাধ্যমে পথসভা ও মিছিলে পা মেলান সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ,কান্দী মহকুমা ছাত্র যুব নেতা শাশ্বত মুখার্জী, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা চৈতি সাহা,খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সামশের আলী মোমিন, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষ, খড়গ্রাম ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেস সভাপতি সমরেন্দ্র নাথ সাহা, বালিয়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য ও সদস্যারা।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর