বিজেপিতে যোগ দেওয়ার আগেই কেন্দ্রীর Z ক্যাটাগরি নিরাপত্তা পাচ্ছেন শুভেন্দু - Bangla Hunt

বিজেপিতে যোগ দেওয়ার আগেই কেন্দ্রীর Z ক্যাটাগরি নিরাপত্তা পাচ্ছেন শুভেন্দু

By Bangla Hunt Desk - December 18, 2020

বাংলা হান্ট ডেস্ক; বিজেপিতে যোগ দেওয়ার আগে কেন্দ্রীয় নিরাপত্তা। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর জন্য জেড প্লাস নিরাপত্তা ব্যবস্থা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সঙ্গে থাকছে বুলেটপ্রুফ গাড়িও। শুভেন্দুর নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন ৩০ জন সিআরপিএফ জওয়ান, সবসময় তাঁকে ঘিরে রাখবেন ১০ জন কমান্ডো। আজ শুক্রবার এই ঘোষণা করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ঘোষনা খুবই তাৎপর্যপূর্ণ। শুভেন্দুকে নিয়ে গত এক মাস ধরে উত্তাল রাজ্য রাজনীতি। তিনি বহুদিন ধরেই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করছেন বলে খবর। এবং একে একে বিভিন্ন পদ থেকে সরে দাঁড়ান। শেষ পর্যায়ে বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফাপত্র জমা দেওয়ার পরেই তৃণমূলের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করেন তিনি। 


এখনও শুভেন্দু বিজেপিতে যোগ দেননি। এই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শুভেন্দুর জন্য জেড ক্যাটেগরি নিরাপত্তা ঘোষণা করল এটা খুবই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল।   

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর