'কবিগুরুর জাতীয় সংগীত বদলে দেখাক' , কোচবিহারের সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর - Bangla Hunt

‘কবিগুরুর জাতীয় সংগীত বদলে দেখাক’ , কোচবিহারের সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল নেত্রীর

By Bangla Hunt Desk - December 16, 2020

বাংলা হান্ট ডেস্কঃ কোচবিহারের জনসভা থেকে জাতীয় সঙ্গীত প্রশ্নে বিজেপিকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী হুঁশিয়ারি দিলেন, ‘ক্ষমতা থাকলে ‘জন গণ মন’ বদলে দেখাক বিজেপি। দেখি কার কত ক্ষমতা।’ বিজেপিকে এই মর্মে তুলোধনা করে ছাড়লেন বাংলার মুখ্যমন্ত্রী। এছাড়াও কেন্দ্রের একাধিক জনবিরোধী নীতি নিয়েও গর্জে ওঠেন তিনি।

কোচবিহারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী এদিন বলেন বিজেপির এত বড় ক্ষমতা হয় কী করে যে, তারা বলে জাতীয় সঙ্গীত পাল্টে দেবে। এই দলকে ভুলেও বাংলায় আনবেন না। এদিন রবীন্দ্রনাথের জন্মস্থান নিয়ে বিজেপির টুইটকেও একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, এই দলটা যাঁরা করে তাঁরা বিশ্বকবির জন্মস্থান নিয়েও ওয়াকিবহাল নন। তাঁরা আবার বাংলা দখল করবে। বাংলার মানুষ ভেবে দেখুন এই বিজেপিকে আনলে কী ফল হবে। বাংলার সর্বনাশ হবে বিজেপি এলে।

প্রসঙ্গত, ১ ডিসেম্বর বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লেখেন। চিঠিতে তিনি ভারতের জাতীয় সংগীত বদলে দাবি জানান। তাঁর দাবি ছিল, সিন্ধু প্রদেশ যেহেতেু এখন আর ভারতের অংশ নয়, জাতীয় সঙ্গীতে ব্যবহৃত সিন্ধু শব্দটি ছেঁটে ফেলতে হবে। তিনি বলেন, বর্তমান জাতীয় সঙ্গীতের একাধিক শব্দ অনাবশ্যক সংশয় তৈরি করছে। বিজেপি সাংসদের মতে, কাকে বা কোন জায়গাকে উদ্দেশ্য করে জাতীয় সঙ্গীত লেখা হয়েছে, স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে তা অস্পষ্ট।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর