মানিকচকে চায়ে পে চর্চার মাধ্যমে জনসংযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ - Bangla Hunt

মানিকচকে চায়ে পে চর্চার মাধ্যমে জনসংযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

By Bangla Hunt Desk - December 15, 2020

মালদাঃ- মানিকচকে জনসভা করার আগে মঙ্গলবার সকালে চায়ে পে চর্চার মাধ্যমে জন সংযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন সকালে মালদা শহরের সিঙ্গাতলা এলাকায় সভামঞ্চ থেকে একাধিক ইশ্যুতে তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন দিলীপ বাবু। পাশাপাশি জেলায় ও রাজ্যে শিল্প না হওয়ায় শাসকদলকে কটাক্ষ করে এক হাত নেন তিনি। কৃষক আইনের সমর্থনে বক্তব্য রাখেন তিনি। এদিন সকালে এই মঞ্চে থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অনন্ত চক্রবর্তী এবং বিশিষ্ট চিকিৎসক ডা: দেবাশিস সরকার। তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন চায়ে পে চর্চায় উপস্থিত ছিলেন সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, বিজেপি নেতা শ্যামচাঁদ ঘোষসহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর