বি এস এফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য - Bangla Hunt

বি এস এফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য

By Bangla Hunt Desk - December 15, 2020

বালুরঘাট ; এক বি এস এফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ – বালুরঘাট থানার ভারত- বাংলাদেশ সীমান্তের আউট পোস্ট ঘুমসিতে। মৃত জওয়ানের নাম পুরোষত্তম সিং, বয়স ৫৪, বাড়ি উত্তরপ্রদেশের আগ্রা শহরে। আজ বালুরঘাট হাসপাতালে ময়নাতদন্তের পর তার পার্থিব দেহ তার বাড়ির উদ্দেশ্যে পাঠানোর তোড়জোড় শুরু করেছে বিএস এফ বাহিনীর আধিকারিকরা।পাশাপাশি বালুরঘাট থানায় এই অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে মামলা রুজু করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, গতকাল রাত্রে সীমান্তের বি এস এফ এর ঘুমসি আঊট পোস্টে পুরোষত্তম সিং নামে ওই বি এস এফ জওয়ান গুরুতর অসুস্থ হয়ে পড়লে অনান্য কর্তব্যরত জওয়ানরা তাকে অজ্ঞান অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। আজ সকালে তার মৃত্যু হয়। পুলিশ ময়না তদন্তের জন্য দেহটি আটক করার পাশাপাশি ঘটনাটি তদন্ত শুরু করেছে বলে সুত্র মারফৎ জানা গিয়েছে।

এদিকে তাদের একজন জওয়ানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে বি এস এফ এর অনান্য জওয়ানদের মধ্যে। অপরদিকে মৃতের পরিবারকে ঘটনা জানানোর পাশাপাশি ময়নাতদন্তের পর ওই মৃত বি এস এফ জওয়ানের পার্থিব শরির তার পরিবারের কাছে পাঠানোর ব্যাপারে তোড়জোড় শুরু করেছে তার সহকর্মীরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর