বাংলা হান্ট ডেস্ক ; সমস্ত জল্পনার অবসান! শুভেন্দু ঘনিষ্ঠ সূত্রে খবর, শনিবার বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। ১৭ তারিখ দিল্লি যাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, দিল্লিতে অমিত শাহ এর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন তিনি। তার আগে ছাড়তে পারেন বিধায়ক পদ। পেতে পারেন কেন্দ্রীয় নিরাপত্তা।
বিগত কয়েক মাস ধরেই অরাজনৈতিক সভা করে যাচ্ছেন শুভেন্দু। এবং তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন ধাপে ধাপে। গত ২৫ নভেম্বর প্রথমে তিনি ইস্তফা দেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে। এর দুদিন পরেই ছাড়েন মন্ত্রীত্ব। তারপর ধাপে ধাপে প্রশাসনিক পদগুলি থেকে সরে দাঁড়ালেও শুভেন্দু তাঁর বিধায়ক পদটি ছাড়েননি। যদিও একদল ভাবছেন বিচ্ছেদ স্রেফ সময়ের অপেক্ষা।
ডিসেম্বরের প্রথম দিন শুভেন্দুর সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে হাজির ছিলেন সৌগত রায়, ভোটকুশলী প্রশান্তকিশোর, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। তৃণমূল সাংসদ সৌগত রায় নিজে সাংবাদিকদের ডেকে জানান, বৈঠক অত্যন্ত ইতিবাচক। সব পক্ষ একটা সাধারণ জায়গায় এসেছে, দ্রুত সমস্যার সমাধান হবে। আপাতত সব সমস্যা মিটে গিয়েছে। এরপর তাল কাটে ঠিক একদিন পরেই। শুভেন্দু বলেন, যৌথ প্রেস কনফারেন্সের শর্ত মানেননি দল। তাই আর একসঙ্গে পথ চলা সম্ভব নয়।
মঙ্গলবার হলদিয়ায় স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্তের জন্মদিন উপলক্ষ্যে একটি অরাজনৈতিক সভা যোগ দেন শুভেন্দু। সেই সভা থেকে কার্যত ‘ভোটের লড়াই’-এর হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ‘আমার কোন পদের লোভ নেই। আমি মন্ত্রিত্ব ছাড়ার পরেও আমার সভায় লোক আসে। এই জনগণের সাথে আমার আত্মিক সম্পর্ক। তিনি আরো বলেন, ‘আমি ব্যক্তিগত আক্রমণ পছন্দ করিনা। যারা পদে আছেন তারা অনেকেই আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন। সাধারণ মানুষের আঙুলটা এমন জায়গায় পড়বে যে, তাদের অবস্থাও অনিল বসু, লক্ষণ শেঠদের মতো অবস্থা হবে”।
শুভেন্দু এদিন মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন ‘নন্দীগ্রাম আন্দোলন কোনও দল বা ব্যক্তির আন্দোলন ছিল না। মানুষের আন্দোলন ছিল। সেই আন্দোলনে জয়ী হয়েছেন মানুষই’। এদিন হলদিয়া উন্নয়ন পর্ষদ নিয়েও একরাশ ক্ষোভ উগরে দেন শুভেন্দু।
গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার
Dilip Ghosh: আজ বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ! কিভাবে ফুটল বিয়ের ফুল?
‘Bangladesh Should Be Broken Apart,’ Says Tripura’s ‘King’ in Response to Yunus’ Comments
পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড প্রত্যাবর্তন ঘিরে উত্তাল মহারাষ্ট্র!
Taslima Nasrin: ‘Islam is not my religion…’—A Definitive Statement on Eid
Heatwave Alert: West Bengal, 16 Other States Brace for Extended Heatwave Days from April to June
Former Pakistani Prime Minister Imran Khan Nominated for the Nobel Peace Prize
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার