রাজনৈতিক সৌজন্যতার নজির গড়লেন বিজেপির বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সুমন বর্মন - Bangla Hunt

রাজনৈতিক সৌজন্যতার নজির গড়লেন বিজেপির বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সুমন বর্মন

By Bangla Hunt Desk - December 07, 2020

বালুরঘাট ; রাজনৈতিক সৌজন্যতার নজির গড়লেন বালুরঘাট টাউন বিজেপির মন্ডল সভাপতি সুমন বর্মন। আজ ৭ই ডিসেম্বর তিনি রাজ্য কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি মাননীয় শ্রী তপন কান্তি দেব (গোপাল)-এর বাড়িতে গিয়ে চা চক্রে মিলিত হলেন। আজ সুমন বর্মন সৌজন্যতা বিনিময়ের পাশাপাশি তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বিজেপির “আর নয় অন্যায়” কর্মসূচির লিফলেট তুলে দিলেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতার হাতে ।এবং কংগ্রেসী নেতাকে “আর নয় অন্যায়” কর্মসূচীকে সমর্থন জানানোর আহ্বান জানালেন সুমন বর্মন। আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সৌজন্যতা রাজনৈতিক ময়দানে বিজেপিকে অনেকটাই এগিয়ে রাখবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর