প্রয়াত মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, শোক জ্ঞাপন মুখ্যমন্ত্রীর - Bangla Hunt

প্রয়াত মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, শোক জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

By Bangla Hunt Desk - December 07, 2020

বাংলা হান্ট ডেস্ক ; প্রয়াত হলেন মেদিনীপুর বিধানসভার প্রবীণ বিধায়ক মৃগেন মাইতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের সভা শেষ করেই তাঁর বাড়িতে গিয়ে শোকজ্ঞাপন করে পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে আসেন।

মেদিনীপুরের সভা থেকেই মৃগেনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘মৃগেনদা খুব অসুস্থ। তার মত নেতা আর তৈরি হবে কিনা সন্দেহ। তিনি যে ভাবে সারাজীবন মানুষের জন্য কাজ করেছেন, তা ভোলার নয়।’’ সভ শেষ হতেই তাঁর মৃত্যুর খবর আসে। সঙ্গে সঙ্গেই সভাস্থল থেকে সরাসরি মৃগেনের বাড়িতে যান তৃণমূল নেত্রী।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর