আলিপুরদুয়ারে নিহত জওয়ানের বাড়িতে রাজ্যপাল, পরিবারকে দিলেন ১১ লক্ষ টাকা চেক - Bangla Hunt

আলিপুরদুয়ারে নিহত জওয়ানের বাড়িতে রাজ্যপাল, পরিবারকে দিলেন ১১ লক্ষ টাকা চেক

By Bangla Hunt Desk - October 09, 2020

আলিপুরদুয়ার ; বায়ুসেনার হেলিকপ্টারে আলিপুরদুয়ারে নিহত জওয়ানের বাড়িতে রাজ্যপাল, পরিবারকে দিলেন ১১ লক্ষ টাকা চেক।

আজ সকালে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হেলিকপ্টরে এসে নামেন রাজ্যপাল ধনখড়। তারপর তিনি গাড়িতে শহিদ বিপুল রায়ের বাড়ি বিন্দিপাড়া গ্রামের দিকে রওনা হয়ে যান। তার সঙ্গে ছিলেন এলাকার সাংসদ জন বারলা।

সেনাবাহিনীর সুচি অনুযায়ী সেনাবাহিনীর কনভয় নিয়ে শুক্রবার সকাল ৯.২৫ নাগাদ শহীদ বিপুল রায়ের আলিপুরদুয়ারের বিন্দিপাড়ার বাড়িতে পৌঁছোন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখড়। বাড়িতে ঢুকেই রাজ্যপাল নিজে শহীদ বিপুল রায়ের পরিবারের সুবিধা-অসুবিধার কথা ধৈর্য ধরে শোনেন। কেন্দ্রীয় সরকারের সহয়তার অর্থরাশি ছাড়াও রাজ্যপাল নিজে ব্যক্তিগত ভাবে সাড়ে পাঁচলক্ষ টাকা তুলেদেন শহীদ বিপুল রায়ের স্ত্রী রুম্পা রায়ের হাতে।আর রাজ্যপালের স্ত্রী বিপুলের মা কুসুম রায়ের হাতে তুলেদেন আরও সাড়ে পাঁচলক্ষ টাকা। যেহেতু রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই শহীদ জওয়ানের স্ত্রীকে জেলা শাসকের দপ্তরে করণিকের চাকরি দেওয়া হয়েছে, তাই বিপুলের ছোটো ভাই বকুল রায়কে কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি পদে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন রাজ্যপাল।ওই শহীদ পরিবারের সাথে প্রায় চল্লিশ মিনিট কাটিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলন “এখানে রাজনীতি করতে আসিনি।দেশের জন্যে শহীদ হওয়া বীর জওয়ানের পরিবারের পাশে দাঁড়াতে এসেছি।ভারত সঠিক দিশায় এগোচ্ছে।ভারতের প্রধানমন্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ নেতাদের মধ্যে একজন।সে বিষয়ে কোনো মতান্তর নেই।আর ভারতের গৌরবকে বৃদ্ধি করতে পশ্চিমবঙ্গ অন্যতম দিশারী হবে। বাংলায় উন্নয়ন হচ্ছে।হিংসা বাংলার সংস্কৃতি নয়।আশা করবো তা সবাই মাথায় রাখবেন।”
অপরদিকে রাজ্যপাল বিন্দিপাড়া গ্রামে আসার আগেই গোটা এলাকাটি নিচ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলেছিল ভারতীয় সেনাবাহিনী।
প্রসংগত ১৫ জুন লাদাখ এলাকার গালোয়ান উপত্যকায় অতর্কিতে চিনা সৈন্যের হামলা রুখতে গিয়ে প্রান হারান উত্তরের প্রত্যন্ত এই গ্রামের সন্তান বিপুল রায়। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে তার হাতে সহয়তা রাশি ও শহিদ স্ত্রীকে সরকারি চাকরির নিয়োগ পত্র দিয়েছে রাজ্য সরকার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর