উত্তরপ্রদেশের হাথরসে দলিত যুবতীকে ধর্ষণের প্রতিবাদে হবিবপুর ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল - Bangla Hunt

উত্তরপ্রদেশের হাথরসে দলিত যুবতীকে ধর্ষণের প্রতিবাদে হবিবপুর ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল

By Bangla Hunt Desk - October 03, 2020

হবিবপুর – সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরসে ঘটে যাওয়া ধর্ষণ কাণ্ডের তোলপাড় ভারতের গোটা দেশ সহ বিভিন্ন রাজ্যে তারই প্রতিবাদ চলছে বিভিন্ন জায়গায়। হাথরসে ধর্ষণকাণ্ড নির্যাতিতা প্রতিবাদ জানিয়ে মালদা জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি শনিবার বিকেলে ধিক্কার মিছিল করলেন হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে উত্তরপ্রদেশের হাথরসে ধর্ষণকাণ্ডে নির্যাতিতার ধর্ষকদের শাস্তির দাবি তুলে এদিন হবিবপুর ব্লকের তৃনমূল কংগ্রেসের ও যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হয় সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরসে ঘটে যাওয়া ঘটনায় ধর্ষণ কাণ্ডের নির্যাতিতার ধর্ষকদের কঠোর শাস্তির দাবি ও বিজেপির সরকারের মদতে রাতের অন্ধকারে দলিত বোনকে গনধর্ষন করে রাতে অন্ধকারে পুরিয়ে দেওয়ার প্রতিবাদ জানিয়ে হবিবপুর ব্লক তৃনমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ ধিক্কার মিছিল করা হয়। উল্লেখ্য উত্তরপ্রদেশের হাথরসে ধর্ষণ করা হয় নাবালিকাকে। ওই ধর্ষিতা মনীষা বাল্মিকী কে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়। তারই প্রতিবাদ জানিয়ে নিজস্ব দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে গোটা আইহো বাজার ঘুরে সিনেমাহল রোড ঘুরে শেষে আইহো বাস ষ্টান্ডে এসে একটি প্রতিবাদ সভার করা হয়। এদিন এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকে তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি উজ্জ্বল মিশ্র ,সহ সভাপতি স্বপন সরকার ও ব্লক তৃনমুল কংগ্রেসের যুব সভাপতি সৌগত সরকার,সহ তৃনমুল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর