মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে ৫০ টি পরিবার বিজেপি ছেড়ে যোগ দিলো তৃণমূলে - Bangla Hunt

মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে ৫০ টি পরিবার বিজেপি ছেড়ে যোগ দিলো তৃণমূলে

By Bangla Hunt Desk - October 01, 2020

মালদা, ১ অক্টোবর: বৃহস্পতিবার মালদা জেলা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ৫০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। পাশাপাশি হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের নবনির্বাচিত ব্লক প্রেসিডেন্টকে সম্বর্ধনাও জানানো হয় দলের পক্ষ থেকে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন,হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক তৃণমূলের সভাপতি মানিক দাস,জেলা পরিষদের সদস্য সন্তোষ চৌধুরী,গ্রাম পঞ্চায়েতের সদস্য বাপন মল্লিক সহ অন্যান্য ব্লক নেতৃত্ব।

নবনির্বাচিত ব্লক সভাপতি মানিক দাস এর হাত ধরে এদিন প্রায় ৫০ টি পরিবার বিজেপিতে ছেড়ে যোগ দেয় তৃণমূলে। এদের মধ্যে রয়েছেন হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক বিজেপি কিষান মোর্চার সভাপতি পদ্মনাথ দাস। উনার সাথেই হরিশ্চন্দ্রপুর এর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ টি পরিবার তৃনমূলে যোগদান করে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির উন্নয়ন যজ্ঞে শামিল হতে এরা তৃণমূলে যোগদান করেছে বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়।

পদ্মনাথ দাস বলেন,”আমি বিজেপির হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকে কিষান মোর্চার সভাপতি পদে ছিলাম। কিন্তু বিজেপির নিয়মকানুন নীতি আমার ভালো লাগেনি। তাই আজ তৃনমূলে যোগদান করলাম।”

হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের তৃণমূল সভাপতি মানিক দাস বলেন,”কেন্দ্র সরকার দিনের-পর-দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছে। এদিকে সম্প্রতি কৃষি বিল কৃষক বিরোধী। তাই কৃষক-শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই মমতা ব্যানার্জীর উন্নয়ন যজ্ঞে শামিল হওয়ার জন্য তৃণমূলে যোগদান করছেন। ”

কিছুদিন আগেই তৃণমূলের নতুন করে জেলা কমিটি গঠন হয়।হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক সভাপতির দায়িত্ব পান মানিক দাস। তাই নবনির্বাচিত সভাপতি কেও এই দিন সম্বর্ধনা জানানো হয় দলের পক্ষ থেকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর