বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িলো তপনের তৃণমুল কংগ্রেসের কর্মীরা - Bangla Hunt

বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িলো তপনের তৃণমুল কংগ্রেসের কর্মীরা

By Bangla Hunt Desk - September 30, 2020

জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত ২ নং আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সমস্যায় পড়েছেন অসংখ্য পরিবার, সে সমস্ত বন্যা কবলিত অসহায় পরিবারের জন্য ত্রাণ শিবিরের আয়োজন করলো ২২ নং তপন মনোহলী সংসদের তৃণমূল কংগ্রেস কমিটি। এইদিন উপস্থিত ছিলেন, মনোহলী সংসদের মেম্বার চৈতি বর্মন, আজমতপুর অঞ্চল কনভেনার মাখন বর্মন এবং তৃণমূল কংগ্রেস ইউনিট কমিটির আরো অন্যান্য সদস্যবৃন্দরা। বুধবার বন্যা কবলিত অসহায় মানুষদের জন্য ত্রাণ শিবিরের আয়োজন করা হয়।বন্যা কবলিত মানুষের আহারের ব্যবস্থা করেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সদস্যরা। সকলের পাশে থেকে সাহায্য ও সহযোগীতা করায় তাদের মানবিক মুখ দেখলো দক্ষিণ দিনাজপুর জেলা বাসীরা তা বলাই বাহুল্য।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর