উন্নত প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ল্যাপটপ চোরেদের পাকড়াও করলো মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা - Bangla Hunt

উন্নত প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ল্যাপটপ চোরেদের পাকড়াও করলো মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা

By Bangla Hunt Desk - September 18, 2020

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাগরপাড়ার বাসিন্দা প্রায় ৫ মাস আগেসুরাট আলীর বাড়ির জানালার সিটকিনি ভেঙ্গে চুরি হয়ে যায় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন একটি ল্যাপটপ সহ বেশকিছু জিনিসপত্র।
তখনই জলঙ্গি থানায় অভিযোগ দায়ের করে সুরাট আলি। কিন্তু চুরি হওয়া জিনিসপত্র চোরের কোন হদিস না পাওয়ায়, সুরাট আলী ভেবে নিয়েছিলেন আর হয়তো পাবো না চুরি হওয়া আমার ফোন ল্যাপটপ।
ইতিমধ্যেই জলঙ্গি থানা ভেঙ্গে দু’ভাগে ভাগ হয়ে নতুন থানা হয়েছে সাগরপাড়া।

[ আরো পড়ুন- মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমা পুলিশ আধিকারিকের বিশেষ উদ্যোগ ]

সেখানে ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্বজিৎ হালদার। চুরির কেস সাগরপড়ায় ট্রান্সফার করা হলে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার অত্যান্ত তৎপরতার সাথে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ল্যাপটপ উদ্ধার করে এবং চোরেদের পাকড়াও করেন।শুক্রবার বিকেলে সুরাট আলির হাতে উদ্ধার হওয়া মোবাইল ও ল্যাপটপ তুলে দিলেন সাগরপাড়া ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী বিশ্বজিৎ হালদার।এই ঘটনায় এবং এই সাফল্যের ফলে সাগর পাড়া থানার সমস্ত জনসাধারণ সাধুবাদ জানিয়েছেন সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ সমস্ত পুলিশকর্মীকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর