আজ থেকেই বদলে গিয়েছে স্টেট ব্যাংকের এটিএমে টাকা তোলার নিয়ম, জানুন বিস্তারিত - Bangla Hunt

আজ থেকেই বদলে গিয়েছে স্টেট ব্যাংকের এটিএমে টাকা তোলার নিয়ম, জানুন বিস্তারিত

By Bangla Hunt Desk - September 18, 2020

আজ থেকেই বদলে যাচ্ছে এসবিআইয়ে এটিএমে টাকা তোলার নিয়ম। এবার ওটিপির মাধ্যমে টাকা তুলতে হবে গ্রাহকদের। ১০,০০০ টাকা বা তার বেশি পরিমানে টাকা এটিএম থেকে তুলতে গেলেই এবার ওটিপি আসবে গ্রাহকদের মোবাইলে। সেই ওটিপি দিলে তবেই টাকা বেরিয়ে আসবে এটিএম থেকে। কাজেই এবার এটিএমে টাকা তুলতে গেলে গ্রাহকদের শুধু মাত্র এটিএম কার্ড নিলেই হবে না সঙ্গে রাখতে হবে নিজের মোবাইল।

গোটা দেশেই আজ থেকে স্টেট ব্যাঙ্কের এটিএম-এ এই নিয়ম চালু হচ্ছে। গ্রাহকদের সুরক্ষা কথা মাথা রেখেই এই নিয়ম চালু করা হয়েছে। সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই পরিষেবা এসবিআই এর পাবেন গ্রাহকরা। গোটা দেশে মিলবে এই পরিষেবা।

স্টেট ব্যাঙ্কের তরফে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্টেট ব্যাঙ্কের একাধিক এটিএম কার্ড জালিয়াতি ও আর্থিক তছরুপের একাধিক ঘটনা সামনে এসেছে। বহু গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন। মূলত গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্যই এবার এই পদক্ষেপ নিয়েছে স্টেট ব্যাংক। ব্যাংকের দাবি, এর ফলে কার্ড স্কিমিং, ও কার্ড ক্লোনিং জাতীয় জালিয়াতি ও প্রতারণা অনেক কমবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর