করোনা আবহে বিশ্বকর্মা ঠাকুরের তেমন চাহিদা না থাকায় কপালে চিন্তার ভাঁজ বালুরঘাটের মৃৎশিল্পীদের - Bangla Hunt

করোনা আবহে বিশ্বকর্মা ঠাকুরের তেমন চাহিদা না থাকায় কপালে চিন্তার ভাঁজ বালুরঘাটের মৃৎশিল্পীদের

By Bangla Hunt Desk - September 15, 2020

বালুরঘাট ; মাঝে আর তিনটে দিন বাকি তারপর এই শিল্পের দেবতা বিশ্বকর্মার আগমন ঘটবে মর্তে। প্রতিবছর এই বিশ্বকর্মা পূজো উপলক্ষে রাজ্য তথা দক্ষিণ দিনাজপুর জেলা তিন-চার দিন আগে থেকে ঠাকুরকে না থেকে শুরু করে বাজার করার ধুম লেগে যায়। কিন্তু এই বছর করোনাভাইরাস এর আবহে বালুরঘাটের মৃৎশিল্পীরা প্রতিমা বিক্রি করতে এসে মাছি তাড়াচ্ছে বললেই চলে। প্রতি বছর এই সময় বালুরঘাট বাজারে প্রতিমা কেনার জন্য ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায় ভালই। কিন্তু এই বছর সেই রকম ভাবে ঠাকুর কিনতে আসা মানুষের দেখা পাওয়া যাচ্ছে না। আগামী দিনে কত মানুষ প্রতিমা কিনতে আসবে তাই নিয়েও সন্দিহান বিক্রেতারা। বাজারে যে দু’একজন ক্রেতারা ঠাকুর কিনতে আসছেন তারাও মূল দামের তুলনায় অনেক কম দামে ঠাকুর কিনছেন বলে জানালেন বিক্রেতারা। মাঝে মাত্র দুটি দিন বাকি এখনো খরিদদারদের সেই ভাবে দেখা না মেলায় চিন্তায় মগ্ন রয়েছেন বালুরঘাটে মৃৎশিল্পীরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর