২৪ ঘন্টায় আক্রান্ত ৯৬ হাজার ৫৫১, দৈনিক সংক্রমণে বিশ্বরেকর্ড ভারতের - Bangla Hunt

২৪ ঘন্টায় আক্রান্ত ৯৬ হাজার ৫৫১, দৈনিক সংক্রমণে বিশ্বরেকর্ড ভারতের

By Bangla Hunt Desk - September 11, 2020

বাংলা হান্ট ডেস্ক ; ভারতে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রোজই নতুন রেকর্ড গড়ছে করোনা। দৈনিক সংক্রমণের এবার রেকর্ড গড়লো ভারত। একদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯৬ হাজার ৫১১। এবং ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের। এর মধ্যে ভারতে মোট আক্রান্ত সংখ্যা ৪৫ লক্ষ পেরিয়ে গেল। এই নিয়ে ৩৬ দিন ধরে সংক্রমনের নিরিখে ভারত বিশ্বে এক নম্বরে। ২৪ ঘন্টায় মৃত্যুর নিরীক্ষে ভারত বিশ্বের সব দেশের আগে।

আরো পড়ুন- ‘করোনা চলে গিয়েছে’ বিজেপির মিটিং মিছিল রুখতে লকডাউন করছেন দিদিমণি, বললেন দিলীপ ঘোষ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হিসেব অনুযায়ী ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪৫ লক্ষ ৬২ হাজার ২৭১ জন। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৬ হাজার ২৭১ জনের। গত ২৪ ঘন্টায় ভারতে আক্রান্ত হয়েছে ৯৬ হাজার ৫৫১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯৫ হাজার ৭৩৫ জন। দেশে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ লাখ ৪২ হাজার ৬৬৪ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৯৩৯ জন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর