এবার শব্দের চেয়ে ৬ গুণ গতিতে ছুটবে মিসাইল, বিশ্বের চতুর্থ দেশ হিসাবে ভারতের হাতে এলো এই প্রযুক্তি - Bangla Hunt

এবার শব্দের চেয়ে ৬ গুণ গতিতে ছুটবে মিসাইল, বিশ্বের চতুর্থ দেশ হিসাবে ভারতের হাতে এলো এই প্রযুক্তি

By Bangla Hunt Desk - September 07, 2020

হাইপারসনিক মিসাইল টেস্টে বড়োসড়ো সাফল্য পেলো ভারত। আমেরিকা, চিন ও রাশিয়ার পর ভারতের হাতে এলো এই প্রযুক্তি। এপিজে আবদুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে আজ টেস্টিং করা হয় এই মিসাইল। শব্দের চেয়ে ৬ গুণ গতিতে ছুটতে পারে মিসাইল।

সোমবার উড়িষ্যার বালাসোরে এপিজে আবদুল কালাম টেস্টিং আজ থেকে হাইপারসনিক HSTDV সফল উৎক্ষেপন করে ভারত। এই মিসাইলের রয়েছে স্ক্র্যাসজেট ইঞ্জিন। দ্রুতগতির মিসাইল তৈরি করতে এবার এই টেকনোলজি ব্যবহার করা হবে। এ বিষয়ে ডিআরডিও বৈজ্ঞানিকদের অভিনন্দন জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

ডিআরডিও তৈরি করেছে হাইপারসনিক টেস্ট ডেমোনস্ট্রেটর ভেইকল। সরকারি সূত্রে খবর, আগামী পাঁচ বছরের মধ্যেই স্ক্র্যামজেট ইঞ্জিন সহ হাইপারসনিক মিসাইল তৈরি করতে পারবে ডিআরডিও। যা এক সেকেন্ডে ২ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর