রেলে ১ লক্ষ ৪০ হাজার শূন্যপদে নিয়োগের পর শুরু হচ্ছে ১৫ ই ডিসেম্বর থেকে - Bangla Hunt

রেলে ১ লক্ষ ৪০ হাজার শূন্যপদে নিয়োগের পর শুরু হচ্ছে ১৫ ই ডিসেম্বর থেকে

By Bangla Hunt Desk - September 05, 2020

করোনা আবহে এবার আশার আলো দেখালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ঘোষণা করলেন ১৫ই ডিসেম্বর থেকে রেলের ১ লক্ষ ৪০ হাজার শূন্যপদের জন্য পরীক্ষা নেওয়া হবে। করোনা পরিস্থিতির আগেই জমা নেওয়া হয়েছিল আবেদনপত্র। মোট ১,৪০,৬৪০ টি শূন্যপদে আবেদনের জন্য আবেদনপত্র জমা পড়ে ২.৪২ কোটি।

৩ ধরনের পদের জন্য নিয়োগ পরীক্ষা হতে চলেছে। ৩৫,২০৮ নন-টেকিনিক্যাল পদ যেমন গার্ড, অফিস ক্লার্ক, কর্মাশিয়াল ক্লার্ক ও অন্যান্য। ১৬৬৩টি পদ আইসোলেটেড ও মিনিস্ট্রিয়াল যেমন স্টেনো। লেভেল ওয়ানে (ট্র্যাক মেইটেনার ও পয়েন্টসম্যান) শূন্যপদ ১,০৩,৭৬৯টি।

শনিবারই রেল বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব জানিয়েছেন, ১৫ই ডিসেম্বর থেকে কম্পিউটারের মাধ্যমে নিয়োগ পরীক্ষা শুরু হবে। এ বিষয়ে বিস্তারিত ঘটনা শীঘ্রই করা হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর