আজ বৃহস্পতিবার, জেনে নিন বৃহস্পতিবার কেন করবেন লক্ষ্মীরপুজো - Bangla Hunt

আজ বৃহস্পতিবার, জেনে নিন বৃহস্পতিবার কেন করবেন লক্ষ্মীরপুজো

By Bangla Hunt Desk - September 03, 2020

আজ বৃহস্পতিবার হিন্দুর ঘরে ঘরে আজ লক্ষ্মীর আরাধনা হয়। বৃহস্পতিবার কে বলা হয় লক্ষ্মী বার। জেনে নিন বৃহস্পতিবার কেন করবেন লক্ষ্মীরপুজো?

মালক্ষ্মীর পুজোপাঠে ধন, মান, যশের সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতাও আসে। বৃহস্পতি হল লক্ষ্মীর প্রতিক। বৃহস্পতি শুভ গ্রহ। তাই বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ দূর হয়। আর্থিক সমস্যারও সমাধান হয়। যদি কোনও বৃহস্পতিবার পূর্ণিমা হয়, তবে সেই দিন কোনও রমণী উপবাসে থেকে লক্ষ্মীমাতার পুজো করলে ধন-সম্পদে গৃহ পূর্ণ হয় এবং সকল সমস্যার সমাধান হয়। শরৎকালে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন মা থাকেন জাগ্রত। সে দিন মায়ের পুজো, স্তব ও দ্বাদশ নাম পাঠ করলে মায়ের আশীর্বাদ পাওয়া যায়।

মা লক্ষ্মীর শ্রীযন্ত্রম পুজো করলেও সুখ-শান্তি, সম্পত্তি লাভ করা যায়। যদি কেউ শ্রীযন্ত্রম পুজো করতে চান, তবে কোনও বিদ্বান ব্রাহ্মণকে এনে যথাসাধ্য উপাচারে শ্রীযন্ত্রমের প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করতে হবে। এই মহালক্ষ্মীর যন্ত্রম নিত্য দর্শন করলেও লক্ষ্মী প্রাপ্তি হয়।

সিঁদুর, ঘট একটি, ধান সামান্য, মাটি সামান্য, আম্রপল্লব একটি, ফুল একটি, দূর্বা সামান্য, তুলসী পাতা দুটি, ফুল, কাঁঠালি কলা, হরিতকী একটি, সামান্য আতপ চাল ও জল। লক্ষ্মী শুধু ধনের দেবী নন তিনি কেন চরিত্র দান করেন এক কথায় লক্ষ্মীপুজো করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয়ে ওঠেন। লক্ষ্মী পুজো বৃহস্পতিবার মাত্রই করা যায়, তার জন্য তিথি নক্ষত্র বিচার করতে হয় না।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর