একদিনে ফের রেকর্ড করোনা সংক্রমণ! দেশে একদিনে সংক্রমণ বেড়ে হল প্রায় ৮৪ হাজার - Bangla Hunt

একদিনে ফের রেকর্ড করোনা সংক্রমণ! দেশে একদিনে সংক্রমণ বেড়ে হল প্রায় ৮৪ হাজার

By Bangla Hunt Desk - September 03, 2020

ভারতে করোনা সংক্রমণ রেকর্ড হারে বাড়ছে। এক কথায় লাগামহীন। পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী একদিনে নতুন করে সংক্রামন বেড়েছে ৮৩ হাজার ৮৮৩। সংক্রমণে রেকর্ড এর পাশাপাশি উদ্বেগজনক হারে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। একদিনে মৃত্যু বেড়ে হয়েছে ১০৪৩।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রের বুলেটিনে দেখা গেছে, দেশে এখন মোট কোভিড রোগীর সংখ্যা ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬ জন। কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যাও বেড়েছে। আজকের হিসেবে ৮ লাখের বেশি। ভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মৃত্যুও হয়েছে হাজারের বেশি।

তবে আক্রান্তের পাশাপাশি সুস্থতার সংখ্যাতেও রেকর্ড করেছে ভারত। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০ হাজারের কাছাকাছি মানুষ। ফলে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৯ লক্ষ ৭০ হাজার ৪৯৩ জন। তবে দেশে এখনও প্রায় ৮ লক্ষ ১৫ হাজার ৫৩৮ জন করোনা রোগী চিকিৎসাধীন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর