'দিল্লিতে প্রথম দিন থেকেই প্রণববাবুর আশীর্বাদ ও পরামর্শ পেয়েছি, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর - Bangla Hunt

‘দিল্লিতে প্রথম দিন থেকেই প্রণববাবুর আশীর্বাদ ও পরামর্শ পেয়েছি, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

By Bangla Hunt Desk - August 31, 2020

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। টুইটে প্রধানমন্ত্রীর লিখেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে স্তব্ধ গোটা দেশ, দেশের উন্নয়নে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। সুপণ্ডিত রাজনৈতিক জগতের বিশাল মাপের মানুষ ছিলেন তিনি।

প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, ‘কয়েক দশকের দীর্ঘ রাজনৈতিক জীবনে দলমত নির্বিশেষে ও সমাজের সর্বস্তরের মানুষের জন্য কাজ করে গেছেন তিনি। উনি একজন অসামান্য সাংসদ ছিলেন। সর্বদা প্রস্তুত থাকতেন। অত্যন্ত স্পষ্টবক্তার পাশাপাশি মজাদার ব্যক্তিও ছিলেন।’ তিনি আরো লেখেন ২০১৪ সালে আমি যখন দিল্লিতে নতুন আসি তখন প্রথমদিন থেকেই আমি প্রণব মুখোপাধ্যায়ের আশীর্বাদ ও পরামর্শ পেয়েছি। সমর্থন পেয়েছি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর