সীমান্তে প্যাঙ্গোলিন পাচার করতে গিয়ে বিএসএফ বনদপ্তর এর হাতে ধরা পরলো চার পাচারকারী! - Bangla Hunt

সীমান্তে প্যাঙ্গোলিন পাচার করতে গিয়ে বিএসএফ বনদপ্তর এর হাতে ধরা পরলো চার পাচারকারী!

By Bangla Hunt Desk - February 26, 2020

ভারত ও বাংলাদেশের সীমান্তে বিএসএফ ও বন দপ্তরের আধিকারিকদের যৌথ অভিযানে প্যাঙ্গোলিন সহ ধরা পড়ল চারজন চোরা পাচারকারী। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জেনের বালাভূত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠিতে । ধৃত চারজনকেই আটক করা হয়েছে। আধিকারিকরা জানায়,”পাচারের উদ্দেশ্যেই তারা প্যাঙ্গোলিনটিকে অন্যত্র নিয়ে যাচ্ছিলো”। ধৃত চারজনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সীমান্তের বাসিন্দারা জানান প্রায়ই এখানে চোরাচালানের ঘটনা ঘটে থাকে। বনদপ্তর ও বিএসএফ মাঝেমাঝেই এই ধরনের অভিযান করে থাকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর