ফের উত্তপ্ত ভারত-চিন সীমান্ত, লাদাখে অনুপ্রবেশের চেষ্টা চিনের, রুখে দিল ভারতীয় সেনাবাহিনী - Bangla Hunt

ফের উত্তপ্ত ভারত-চিন সীমান্ত, লাদাখে অনুপ্রবেশের চেষ্টা চিনের, রুখে দিল ভারতীয় সেনাবাহিনী

By Bangla Hunt Desk - August 31, 2020

বাংলা হান্ট ডেস্ক ; একবার ফের লাদাখ সীমান্তে মুখোমুখি ভারত ও চিনের সেনাবাহিনী। গত ২৯ শে আগস্ট রাতে প্যাংগং লেকের দক্ষিণ পাড়ে ভারতের জমিতে অনুপ্রবেশের চেষ্টা করে চিনা সেনাবাহিনী। যদিও চিনা সেনাবাহিনী সেই চেষ্টাকে রুখে দেয় ভারতীয় সেনাবাহিনী। চিনা ফৌজ বাধা দিলে ভারতীয় সেনাদের সঙ্গে একপ্রস্থ সংঘর্ষও হয়। সোমবার ভারতীয় সেনার তরফে এক বিবৃতি জারি এমনটাই জানানো হয়েছে।

এ প্রসঙ্গে ভারতীয় সেনার জনসংযোগ আধিকারিক কর্নেল আমান আনন্দ জানান, প্যাংগং লেকের দক্ষিণ দিকে ঘাঁটি গেড়ে বসে ছিল চিন ফৌজ। প্যাংগং লেকে তাদের হাই স্পিড বোটোও ঘোরাফেরা করতে দেখা যায় ছিল। এরপর প্যাংগং লেকের দক্ষিনে চিনা ফোর্স ঢোকার চেষ্টা করলেই রুখে দেয় ভারতীয় জোয়ানরা। এই ইস্যুতে ব্রিগেডিয়ার কমান্ডার স্তরে বৈঠক চলছে বলে খবর।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর