দুধ দিতে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ঠ হলেন মহিলা - Bangla Hunt

দুধ দিতে যাওয়ার পথে লরির চাকায় পিষ্ঠ হলেন মহিলা

By Bangla Hunt Desk - August 30, 2020

বালুরঘাট, ৩০ আগষ্ট ; দুধ দিতে যাবার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। রবিবার ঘটনাটি ঘটেছে তপন থানার রামপুর মিনাপাড়া এলাকায়। ঘটনার পর পুলিশ ঘাতক লরিটিকে আটক করার পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে।পুলিশি সূত্রে খবর মৃত ওই মহিলার নাম গোলেনুর বিবি (৪৩)  বাড়ি তপন থানার রামপুর মিনাপাড়া এলাকায়। পরিবার সূত্রে খবর রবিবার দুপুর ১ টা নাগাদ গোলেনুর বিবি দুধ দিতে যাচ্ছিলেন গোয়ালাকে। গোয়ালাকে দেওয়ার সময় পতিরামের  দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গোলেনুর বিবি সহ গোয়ালার টোটোতে।ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় টোটো ও  লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় গোলেনুর বিবির। এদিকে সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে লরি নিয়ে চম্পট দেয় চালক। এই বিষয়ে এক প্রতক্ষদর্শী জানান এদিকে ঘটনাটি নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। শোকের ছায়া নেমে আসে পরিবার সহ এলাকাজুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মহিলাকে। ঘটনার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর