NEET- JEE পরীক্ষা নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী, মমতাকে তোপ কৈলাশ বিজয়বর্গীয়ের - Bangla Hunt

NEET- JEE পরীক্ষা নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী, মমতাকে তোপ কৈলাশ বিজয়বর্গীয়ের

By Bangla Hunt Desk - August 29, 2020

বাংলা হান্ট ডেক্স; NEET-JEE পরীক্ষা পেছানোর দাবিতে সরগরম রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় সরকার গায়ের জোরে ছাত্রদের বিপদের মুখে ফেলে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারই পাল্টা হিসেবে পুড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রাজ্যের রাজ্যপাল রাজনীতি করছেন বলে তোপ দেগেছেন তিনি। এবার সেই সুরেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন রাজ্যের পর্যবেক্ষক তথা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। বললেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই মুখ্যমন্ত্রী পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন।

এদিন কৈলাস বিজয়বর্গীয় বলেন, “সারা দেশ জানে সুপ্রিম কোর্টের নির্দেশে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে NEET-JEE পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু দুঃখের বিষয় হল এ রাজ্যের মুখ্যমন্ত্রী পড়ুয়াদের ভাল চান না। দুর্ভাগ্য হল বাংলা শিক্ষাক্ষেত্রে আগে অনেক এগিয়ে থাকলেও, বর্তমানে ঠিক ততটাই পিছিয়ে যাচ্ছে। তার কারণ বর্তমান রাজ্য সরকার শিক্ষার উন্নয়নের জন্য কোনও ভাবনাচিন্তা করে না। যখন ৯০ শতাংশ পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছে। তারা পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছে। কিন্তু বাংলার সরকার পরীক্ষা নিয়ে আপত্তি করছে। তিনি বলেন বাংলার সরকারের পরীক্ষা নিয়ে এত আপত্তি কীসের? ওড়িশা সরকার NEET-JEE পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনমতো ব্যবস্থা করার অঙ্গীকার করেছে। তবে বাংলার সরকার কেন করছে না? পরিবর্তে শুধু রাজনীতি করছে। যা দুর্ভাগ্যজনক।”

তবে কভিড পরিস্থিতিতে NEET- JEE পরীক্ষা পেছনের দাবিতে এককাট্টা মুখ্যমন্ত্রী। শনিবার সোনিয়া গান্ধীর নেতৃত্বে ডাকা পরীক্ষা বিরোধী বৈঠকে ইতিমধ্যেই যোগ দিয়েছেন তিনি। এই বিরোধিতার জল গড়িয়েছে সুপ্রিমকোর্ট পর্যন্ত।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর