ট্রাকের সাথে বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ১ - Bangla Hunt

ট্রাকের সাথে বোলেরোর মুখোমুখি সংঘর্ষ, মৃত ১

By Bangla Hunt Desk - August 29, 2020

মালদাঃ– মালদা মহানন্দা বাইপাস দ্বিতীয় সেতুর ওপর অসাভাবিক দুর্ঘটনা ঘটে, ট্রাকের সাথে বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত বেশ কয়েকজন।

শনিবার সকাল প্রায় পাঁচটা নাগাদ মালদা মহানন্দা দ্বিতীয় সেতু ৩৪ নম্বর বাইপাস রোডের উপর গাজোল গামি এক ট্রাকের সাথে বুলেরো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় বোলেরো গাড়িটি। সূত্রের খবর, ট্রাকের চালক পলাতক, এবং ঘটনাস্থলে বোলোরো গাড়িতে থাকা একজনের মৃত্যু হয় এবং আহত হয় কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, আহতদের মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়। মৃতদেহটি পাঠানো হয় মর্গে। কি ভাবে ঘটনা ঘটেছে এই তদন্ত শুরু করেছে পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর