এটিএম এ জালিয়াতির হাত থেকে বাঁচতে ৬ টি সহজ উপায় - Bangla Hunt

এটিএম এ জালিয়াতির হাত থেকে বাঁচতে ৬ টি সহজ উপায়

By Bangla Hunt Desk - February 26, 2020

এটিএম এ জালিয়াতির হাত থেকে বাঁচতে কিছু নিয়ম মেনে চলি আমরা ।এখন যেমন সবকিছুই একটু একটু করে ডিজিটাল হয়ে যাচ্ছে ঠিক তেমনি বেড়ে চলেছে সাইবার ক্রাইম । কলকাতা ও দিল্লির অনেক এটিএম কার্ড জালিয়াতির বেশকিছু ঘটনা আমাদের সামনে আছে। আপনার টাকা তাই এটিএম কার্ড জালিয়াতি হাত থেকে বাঁচতে কিছু নিয়ম মেনে চলুন যেমন:
১. নির্দিষ্ট সময়ের পর এটিএম কার্ডের পিন নাম্বার পরিবর্তন করতে হবে ।
২ এটিএম কার্ড এ টাকা তোলার পর যে স্লিপ বের হয় তা সেই এটিএম কাউন্টারের ফেলে আসবেন না।
৩.এটিএম স্কিন যতক্ষণ আগের সেই অবস্থায় আছে ততক্ষণ সেইখানে থাকুন।
৪.কার্ডের পিন নম্বর লিখে রাখবেন না এবং কার্ড অন্য কাউকে দেখাবেন না।
৫. নতুন কার্ড পাওয়ার পর পুরনো কার্ড নষ্ট করে ফেলবেন।
৬. আপনি কাউন্টারে থাকাকালীন অন্য কাউকে সেই কাউন্টারে প্রবেশ করতে দেবেন না।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর