মেট্রো পরিষেবা চালু করা নিয়ে আপত্তি নেই রাজ্যের, সায় লোকাল ট্রেনেও - Bangla Hunt

মেট্রো পরিষেবা চালু করা নিয়ে আপত্তি নেই রাজ্যের, সায় লোকাল ট্রেনেও

By Bangla Hunt Desk - August 26, 2020

চতুর্থ পর্যায়ের আনলকে দেশ মেট্রো পরিষেবা চালু করার অনুমতি দেওয়া হতে পারে বলে খবর। সেক্ষেত্রে কলকাতায় মেট্রো পরিষেবা চালু করা নিয়ে আপত্তি নেই রাজ্যের, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিধি মেনে ধাপে ধাপে লোকাল ট্রেনও চালু করা যেতে পারে বলে জানান তিনি।

গত সোমবার কেন্দ্রীয় আধিকারিকরা জানান, চতুর্থ পর্যায়ের আনলক থেকে দেশে মেট্রো পরিষেবা চালু করার অনুমতি দিতে পারে কেন্দ্র। যা আগামী ১ সেপ্টেম্বর থেকে হতে পারে। এক কেন্দ্রীয় আধিকারিক সূত্রের খবর, মেট্রো পরিষেবা চালুর অনুমতি মিললেও পুরোদমে চালু হবেনা মেট্রো পরিষেবা। ধাপে ধাপে শুরু হবে পরিষেবা।

বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, শারীরিক দূরত্বের বিধিনিষেধ মেনে কলকাতায় যদি মেট্রো পরিষেবা চালু করতে চায় তাহলে আপত্তি নেই সরকারের। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, বিধি নিষেধ মেনে ধাপে ধাপে এক-চতুর্থাংশ লোকাল ট্রেনও চালু করা যেতে পারে। এতে আমাদের কোনো সমস্যা নেই।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর