তাজপুরে তৈরি হবে নতুন বন্দর, দীঘার কাছে তৈরি হচ্ছে 'কেবল ল্যান্ডিং স্টেশন', তৈরি হবে প্রচুর কর্মসংস্থান - Bangla Hunt

তাজপুরে তৈরি হবে নতুন বন্দর, দীঘার কাছে তৈরি হচ্ছে ‘কেবল ল্যান্ডিং স্টেশন’, তৈরি হবে প্রচুর কর্মসংস্থান

By Bangla Hunt Desk - August 26, 2020

রাজ্যে করোনা পরিস্থিতির মধ্যেও নতুন কর্মসংস্থানের লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান তাজপুরে একটি নতুন বন্দর তৈরি হবে। একই সঙ্গে দীঘায় তৈরি হচ্ছে ‘কেবল ল্যান্ডিং স্টেশন’। তাতে প্রায় এক হাজার কোটি টাকা লগ্নি করবে মুকেশ আম্বানির সংস্থা জিও।

মুখ্যমন্ত্রী এদিন জানান, ‘অনেকদিন ধরেই তাজপুর আমরা একটি নতুন বন্দর তৈরি করার চেষ্টা করছি। কেন্দ্র সরকারের কাছে সাহায্যের আবেদন করেছিলাম কিন্তু তারা করেনি। তাই আমরা ঠিক করেছি, তাজপুরে যে বন্দরটি হবে সেটি রাজ্য সরকারই তৈরি করবে’। এই বন্দর তৈরি হলে অনেক চাকরির সম্ভাবনা তৈরি হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এছাড়া আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে বলে জানান তিনি।

এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, দীঘায় তৈরি হচ্ছে ক্যাবল ল্যান্ডিং স্টেশন। তাতে প্রায় এক হাজার কোটি টাকা লগ্নি করবে জিও। যার ফলে বহু কর্মসংস্থান হবে সেখানে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর