১০০ দিনের কাজের বকেয়া টাকা ফেলে রাখা যাবে না, ৭ দিনের মধ্যে বকেয়া মেটানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর - Bangla Hunt

১০০ দিনের কাজের বকেয়া টাকা ফেলে রাখা যাবে না, ৭ দিনের মধ্যে বকেয়া মেটানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

By Bangla Hunt Desk - August 25, 2020

সোমবারের পর মঙ্গলবারও নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের সার্বিক উন্নয়নের সবচেয়ে বেশি গুরুত্ব দেন ১০০ দিনের কাজকে। তিনি বলেন, “করোনাকে দেখিয়ে কাজ বন্ধ করা যাবে না। যারা ১০০ দিনের কাজ করছিলেন তাদের বকেয়া টাকা যত দ্রুত সম্ভব মিটিয়ে দিতে হবে। যাদের টাকা বাকি রয়েছে তার একটি তালিকা তৈরি করতে বলেন তিনি।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, করোনা থাকবে। তা বলে কাজ ফেলে রাখা যাবে না। তিনি আরো বলেন, নির্বাচন আসবে, যাবে, কিন্তু সরকার থাকবে, আপনারাও থাকবেন, তাই উন্নয়ন থেমে থাকবে না। তিনি বলেন, বকেয়া ফেলে রাখা ঠিক নয়। ১০০ দিনের বকেয়া কাজের টাকা ৭ দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।

মালদায় বিজেপিতে ভাঙন , এবার ৩০০ বিজেপি নেতাকর্মী যোগদান করলো তৃণমূল কংগ্রেসে

এদিন ৫ জেলা প্রশাসনের সঙ্গে ভারচুয়াল বৈঠকে করোনা কাজের পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। সমস্ত তথ্য হাতে নিয়ে একে একে জেলার প্রশাসনিক কর্তাদের কাছে জানতে চান, কোন দপ্তরের কাজ কতটা এগিয়েছে। দেখা যায়, কোনও দপ্তরই টার্গেট পূরণ করতে পারেনি। এতে বেশ বিরক্ত হন মুখ্যমন্ত্রী। রীতিমতো জবাবদিহি চান আমলাদের কাছে। আমলাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, প্যানডেমিক দেখিয়ে যদি আমরা অন্য কাজগুলো বন্ধ করে রাখি, তা হয়! আমরা তাহলে জামা কাপড় কাচবো না, স্নান করবো না, শুধু ঘুমিয়ে থাকব! এটা হতে পারে!

এ দিন তিনি জোর দেন ‘জল ধরো জল ভরো’ প্রকল্পের উপর। চাষের জমিতে বৃষ্টির জল জমতে শুরু করায় উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। নির্দেশ দিন, ন্যূনতম কর্মসূচির মাধ্যমে পঞ্চায়েত এবং সেচ দফতরকে কাজ করতে হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর