বিশ্বভারতী কাণ্ডের প্রতিবাদ জানিয়ে মালদায় আন্দোলনে সরব এবিভিপি - Bangla Hunt

বিশ্বভারতী কাণ্ডের প্রতিবাদ জানিয়ে মালদায় আন্দোলনে সরব এবিভিপি

By Bangla Hunt Desk - August 22, 2020

মালদা: বিশ্বভারতী কাণ্ডের প্রতিবাদ জানিয়ে মালদায় আন্দোলনে সরব এবিভিপি। এই মর্মে শনিবার সকালে মালদা শহরের রবীন্দ্র এলাকায় হাতে প্ল্যাকার্ড নিয়ে বিশ্বভারতী কাণ্ডের প্রতিবাদে সরব হন কর্মীরা। তার পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান এর মধ্যে দিয়ে গভীর শ্রদ্ধা প্রকাশ করা হয়। এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্যাসাগরের মূর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনা নক্কারজনক। তাই এর প্রতিবাদ জানিয়ে তারা আন্দোলনের সরব হয়েছেন এবং কবিগুরুর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন এর মধ্যে শ্রদ্ধা জানাচ্ছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর