একু'শের নির্বাচনে শান তৃণমূলের, বঙ্গ রাজনীতিতে পা ৬ লক্ষ তরুণ-তরুণীর - Bangla Hunt

একু’শের নির্বাচনে শান তৃণমূলের, বঙ্গ রাজনীতিতে পা ৬ লক্ষ তরুণ-তরুণীর

By Bangla Hunt Desk - August 22, 2020

প্রশান্ত কিশোরের ইন্ডিয়ান পলিটিক্যাল একশন কমিটি (I-PAC) ডাকে সাড়া দিয়ে বঙ্গ রাজনীতিতে পা রাখলেন বাংলার ছয় লক্ষ নতুন তরুণ মুখ। রীতিমতো নাম, CV রেজিস্ট্রেশন করে জনসেবায় নাম লিখিয়েছেন এক ঝাঁক নতুন তরুণ মুখ। এই ৬ লক্ষ তরুণের মধ্যেই থেকে প্রথম পর্যায়ের এক লক্ষ যুবক যুবতীকে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত করার কর্মসূচি নিয়েছে প্রশান্ত কিশোরের I-PAC।
একুশের নির্বাচনের আগেই বাংলা ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক জগতে পা রাখতে ইচ্ছুক আবেদনকারীদের নিয়োগ করা হবে। প্রথম ধাপে প্রশান্ত কিশোরের নেতৃত্বেই চলবে প্রশিক্ষণ। তারপর ধাপে ধাপে গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে তৃণমূলের তরুণ ব্রিগেড। জেলায় জেলায় নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জনমুখি প্রকল্পগুলির সাফল্য প্রচার করবে। I-PAC এই কর্মসূচি নির্বাচনের আগে তৃণমূলের শক্তি কয়েকগুণ বৃদ্ধি করবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। পাশাপাশি সংসদীয় রাজনীতিতে তরুণ প্রজন্মের আগ্রহও কয়েকগুণ বাড়বে। তবে এই তরুণ তরুণীর সরাসরি তৃণমূলে যোগ দিতে পারবেন কিনা, তা ঠিক করবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

আরো পড়ুন- সুরা প্রেমীদের জন্য সুখবর, মদের দাম কমানোর সিদ্ধান্ত সরকারের

যেকোনো দেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করে দেশের তরুণ প্রজন্ম উপর। তরুণ প্রজন্ম যত বেশি রাজনীতির সঙ্গে যুক্ত হবে দেশ রাজ্য ততবেশী শক্তিশালী হবে। আর তরুণের প্রজন্মকেই প্রশান্ত কিশোরে সামনে আনছেন। মমতার নীতি ও আদর্শের টানে বাংলার তরুণ প্রজন্ম তৃণমূলের উপর আস্থা রাখছেন। মূলত একুশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই প্রশান্ত কিশোরের এই উদ্যোগ

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর