দিল্লিতে নয়, অসুস্থ মাকে নিয়ে ব্যস্ত শুভেন্দু অধিকারী - Bangla Hunt

দিল্লিতে নয়, অসুস্থ মাকে নিয়ে ব্যস্ত শুভেন্দু অধিকারী

By Bangla Hunt Desk - August 21, 2020

শুভেন্দু অধিকারীর দিল্লিতে। দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হতে পারে তার। এমন একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদপত্রে।

সংবাদপত্রের দাবি করা হয়েছে, বিজেপি কাছে বেশ কয়েকটি শর্ত রেখেছে শুভেন্দু। তার মধ্যে প্রথম শর্তটি হল কেন্দ্রে তাকে গুরুত্বপূর্ণ পূর্ণমন্ত্রী দিতে হবে। আর অন্যটি হলো আসন্ন বিধানসভা নির্বাচনে তার অনুগামীদের জন্য অন্তত ৫০ টি আসন ছেড়ে দিতে হবে। এই নিয়ে দিল্লিতে জেপি নাড্ডা ও অমিত শাহের সঙ্গে আলোচনায় বসতে পারেন শুভেন্দু। এই খবর প্রকাশিত হতেই আজ সোশ্যাল মিডিয়ায় জুড়ে শোরগোল পড়ে যায়।

সূত্রের খবর দিল্লিতে নয়, অসুস্থ মা কে নিয়ে ব্যস্ত শুভেন্দু অধিকারী এবং যে যে দৈনিক পত্রিকা ওঁনার দলবদল নিয়ে গুজব রটাচ্ছিল আইনজীবী মারফত তাদের বিরুদ্ধে নোটিশ পাঠাচ্ছেন উনি।

যদিও শুভেন্দু অনুগামীরা জানিয়েছেন কিছু কিছু সংবাদমাধ্যম ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে। গুজব খবর পরিবেশন করে শুভেন্দু অধিকারীর ইমেজকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর