রেলে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ - Bangla Hunt

রেলে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ, ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ

By Bangla Hunt Desk - August 21, 2020

উত্তর-পূর্ব সীমান্ত অ্যাপ্রেনটিস পদে ৪,৪৯৯ প্রার্থী নিয়োগ করতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল৷ এই পদে আবেদনের জনন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ৷ ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে তাঁদের আবেদন জানাতে পারবেন৷ অ্যাপ্রেনটিসেস অ্যাক্ট ১৯৬১ অনুসারে NFR-এর এক্তিয়ারে থাকা ওয়ার্কশপ বা ইউনিটে প্রশিক্ষণের জন্য অ্যাপ্রেনটিস নিয়োগ করা হবে৷

অ্যাপ্রেনটিস পদে আবেদন জানানোর শেষ তারিখ ১৫ সেপ্টম্বর, ২০২০

 শূন্যপদের বিস্তারিত বিবরণ-

কাটিহার (কেআইআর) এবং টিডিএইচ ওয়ার্কশপ- ৯৭০ টি

আলিপুরদুয়ার (এপিডিজে)- ৪৯৩ টি

রঙ্গিয়া (আরএনওয়াই)- ৪৩৫ টি

লুমডিং (এলএমজি) এবং এস অ্যান্ড টি ওয়ার্কশপ- ১,০.৩০২টি

তিনসুকিয়া (টিএসকে)- ৪৮৪টি

নিউ বঙ্গাইগাঁও ওয়ার্কশপ (এনবিকিউএস)- ৫৩৯টি

ডিব্রুগড় ওয়ার্কশপ (ডিবিডব্লিউএস)- ২৭৬টি

 
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই যে কোনও স্বীকৃতি বোর্ড থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ (১০+২ পরীক্ষা পদ্ধতি অনুযায়ী) করতে হবে৷ এছাড়াও আইটিআই পাস থাকতে হবে৷

আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ তবে তফশিলি জাতি/ উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ 

অনলাইনে আবেদনের পদ্ধতি: 

RRC/NFR এর অফিসিয়াল ওয়েবসাইট www.nfr.indianrailways.gov.in- এ লগইন করুন৷ 

হোমপেজে ‘জেনারেল ইনফো’-র মধ্যে ‘রেলওয়ে রিক্রুটমেন্ট সেল জিএইচওয়াই’’ সিলেক্ট করুন৷

নতুন পেজে গিয়ে ‘‘ক্লিক টু লিঙ্ক (আরআরসি)’’ এ যান৷

এরপর ‘‘ লিঙ্ক টু ফিল আপ অনলাইন অ্যাপলিকেশন এগেইনস্ট অ্যাক্ট অ্যাপ্রেনটিসেস নোটিফিকেশন ২০১৯-২০২০ (এনএফআর)’’-এ ক্লিক করুন৷ 

অনলাইন ফর্মে প্রাথমিক তথ্যগুলি দিন৷ 

পরবর্তী পর্যায়ে ক্লিক করুন ‘কনফরমেশন স্ক্রিনে’৷ 

সাবমিট করার পর একটি ইমেল পাবেন৷ 

ছবি, সাক্ষর এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন৷

সবশেষে পেমেন্ট করুন৷

আবেদন সাবমিট করার পর প্রিন্ট বার করে রাখুন৷ 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর