লকডাউনে চাকরি হারানো শিল্প শ্রমিকদের বেকার ভাতা দেবে কেন্দ্র - Bangla Hunt

লকডাউনে চাকরি হারানো শিল্প শ্রমিকদের বেকার ভাতা দেবে কেন্দ্র

By Bangla Hunt Desk - August 21, 2020

বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার। লকডাউন এ চাকরি হারানোর শ্রমিকদের জন্য বেকার ভাতা দেবে কেন্দ্র। দেশের প্রায় ৪০ লাখ শ্রমিককে বেকার ভাতা দেবে কেন্দ্র। এই সংক্রান্ত নিয়ম শিথিল করে শ্রমিকদের তিন মাসের বেতনের ৫০ শতাংশ বেকার ভাতা হিসেবে দেওয়া হবে বলে জানা গেছে। ২৪ শে মার্চ থেকে ৩১ শে ডিসেম্বরের মধ্যে চাকরি হারানোর শ্রমিকরা এই ভাতা পাবে বলে জানা গিয়েছে।

এম্প্লয়ারস স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন (ESIC) বোর্ডের সদস্য অমরজিৎ কৌর জানান, “শেষ তিন মাসের গড় বেতনের ৫০ শতাংশ বেকার ভাতা হিসেবে দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ারের পৌরহিত্যে (ESIC) বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হবে। এতে উপকৃত হবেন প্রায় ৪১ লাখ শ্রমিক”।

যেসব কর্মীরা মাসে ২১ হাজার টাকার কম রোজগার করেন তারা ESIC স্ক্রিমের অন্তর্ভুক্ত। প্রতি মাসে তাদের মাইনের একটা অংশ কেটে এই স্কিমে যুক্ত হয়, যেখান থেকে অসুস্থ হলে স্বাস্থ্য সুবিধা মেলে। এই কর্মীদের আইপি বলা হয়। বর্তমানে এই আইপি রা নিজেদের বেসিক বেতনের ০.৭৫ শতাংশ কাটান এই খাতে। আর যেই সংস্থায় তারা কাজ করেন তারা দেয় ৩.২৫ শতাংশ। এবার থেকে ঠিক হয়েছে আইপি রা কোন ক্লেম করলে সেটা তার চাকুরীদাতার থেকে আসার প্রয়োজন নেই। পরে শুধু ESIC ব্রাঞ্চ অফিসে ভেরিফিকেশন করলেই চলবে।

ক্লেম ভেরিফিকেশনের জন্য আধার কার্ড আবশ্যিক। অটল বিমত ব্যাক্তি কল্যান যোজনার আওতায় এই টাকা দেওয়া হবে। কোন শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক যদি দুই বছর ESIC স্কিমের আওতায় থাকে, ও চাকরি হারানোর আগে ৬ মাস ওই তহবিলে টাকা জমা করে থাকে, তাহলে সেই চাকরি হারানোর শ্রমিকরা বেকার ভাতা পাবেন।

বর্তমানে দেশে প্রায় ৮০ লাখ কর্মী এই ESIC স্কিমের সঙ্গে যুক্ত। তাদের অনেকেই এই লকডাউনে চাকরি হারিয়েছেন। তাদের মধ্যে প্রায় ৫০ শতাংশ কর্মী লাভবান হবে সরকারের এই সিদ্ধান্তে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর