গুগলের সার্ভার বিপত্তি, মেইল পাঠাতে গিয়ে ভোগান্তি দুনিয়াজুড়ে - Bangla Hunt

গুগলের সার্ভার বিপত্তি, মেইল পাঠাতে গিয়ে ভোগান্তি দুনিয়াজুড়ে

By Bangla Hunt Desk - August 20, 2020

বৃহস্পতিবার দুপুরই থেকে গুগলের সার্ভার বিপত্তি। জি–মেল এর সার্ভার গত এক ঘণ্টা ধরে ডাউন রয়েছে। যার ফলে জি–মেল ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ ই–মেল পাঠাতে পারছেন না। এমনকি ফাইলও অ্যাটাচ করা যাচ্ছে না। ডাউন ডিটেক্টরে দেখা যাচ্ছে এই সমস্যা শুধু ভারত নয়, অস্ট্রেলিয়া, জাপান ছাড়াও বিশ্বের অন্যান্য প্রান্তে হচ্ছে। 
সমস্যার কথা স্বীকার করে নিয়েছে গুগল। বেশ কয়েকটি আন্তর্জাতিক টেকনোলজির নিউজ পোর্টাল জানাচ্ছে, আচমকাই সার্ভার বসে গিয়েছে গুগলের। সেই বিভ্রাট এতটাই বড়সড় যে এতগুলি দেশে প্রভাব ফেলেছে। গুগলের ইঞ্জিনিয়ারদের দল তৎপরতার সঙ্গে সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে। 

আরো পড়ুন- BREAKING: মর্মান্তিক দুর্ঘটনা আলিপুর চিড়িয়াখানায়

এমনিতেই কোভিড পরিস্থিতিতে এখন তথ্যপ্রযুক্তি ক্ষেত্র-সহ বহু ক্ষেত্রেই কর্মীরা বাড়ি থেকে কাজ করছেন। সেক্ষেত্রে তাঁদের অন্যতম ভরসা জি-মেল। কিন্তু মেইল পাঠাতে গেলেই বিপাকে পড়তে হচ্ছে ব্যবহারকারীদের। সব মিলিয়ে দুনিয়াজুড়ে বিভ্রাটের মুখে পড়েছে গুগল।

তাঁদের

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর