লকডাউনে দক্ষিণ দিনাজপুরে সকাল থেকেই বন্ধ দোকানপাট, রাস্তাঘাট প্রায় শুনশান - Bangla Hunt

লকডাউনে দক্ষিণ দিনাজপুরে সকাল থেকেই বন্ধ দোকানপাট, রাস্তাঘাট প্রায় শুনশান

By Bangla Hunt Desk - August 20, 2020

বালুরঘাট ২০ আগষ্ট ; করোনা সক্রমনের শৃখংল ভাঙতে রাজ্য সরকারের ডাকা পর পর দুদিনের লকডাউন দক্ষিন দিনাজপুর জেলা জুড়ে পালিত হচ্ছে।

সকাল থেকেই বন্ধ দোকান পাট, হাট বাজার, থেকে বেসরকারি যানবাহন। রাস্তাঘাট ফাঁকা। তবে রাস্তায় যথারীতি নেমেছে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চলছে নাকা চেকিং। জেলা জুড়ে লকডাউন পালিত হচ্ছে যেন ছুটির মেজাজে। এখনও পর্যন্ত কোন অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া না গেলেও মনে রাখতে হবে এর আগের দুটি লকডাউনের দিন এই লকডাউন বিধি ভাঙার দায়ে প্রথম দিন ১৪ ও দ্বীতিয় দিনে ১৩ জনকে পুলিশ গ্রেফতার করেছিল। তাই এখন দেখার এবার সেই ঘটনার পুনারিবৃত্তি হয় কিনা। তা অবশ্য বিকেলের আগে জানা যাবে না বলে জেলা পুলিশ জানিয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর