মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও মেয়ের - Bangla Hunt

মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও মেয়ের

By Bangla Hunt Desk - August 20, 2020

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার তিনপাকুরিয়া গ্রামের রেশন ডিলারের পরিবারের পাঁচজন কলকাতা থেকে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে আজ সকালে দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের ও এখনো তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আরো পড়ুন-একু’শের নির্বাচনে শান, প্রশান্ত কিশোরের কৌশলে তৃণমূলে যোগ দিলো কার্তিক দাস ও লক্ষণ দাস বাউল

পরিবার সূত্রের খবর শহিদুল ইসলাম তার মেয়ে লাবিবা খাতুনকে চিকিৎসা করানোর জন্য গিয়েছিল কলকাতায় কিন্তু ফেরার কথা ছিল আজ সকাল বেলায়। যেহেতু আজ লকডাউন সেহেতু পরিবারের লোকজন কাল সিদ্ধান্ত নেই কালরাত্রেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি পৌঁছানোর ঠিক এক কিলোমিটার আগে পথে স্করপিওটি একটি ডাম্পারের পেছনে ধাক্কা মারে যার ফলে মৃত্যু হয় বাবা ও মেয়ের।

আরো পড়ুন- আগামী শনিবার গনেশ চতুর্দশী, বাড়িতে গনেশ থাকলে সংসারে আসবে বুদ্ধি, সম্মান প্রতিপত্তি

স্থানীয়রা উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসা করানোর পর জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করে। বাকি তিনজনকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর