একু'শের নির্বাচনে শান, প্রশান্ত কিশোরের কৌশলে তৃণমূলে যোগ দিলো কার্তিক দাস ও লক্ষণ দাস বাউল - Bangla Hunt

একু’শের নির্বাচনে শান, প্রশান্ত কিশোরের কৌশলে তৃণমূলে যোগ দিলো কার্তিক দাস ও লক্ষণ দাস বাউল

By Bangla Hunt Desk - August 19, 2020

বাপ্পাই দত্ত ; একুশে নির্বাচন খুব কঠিন লড়াই। ভোট গুরু প্রশান্ত কিশোরের উপদেশ ছিল শুধু রাজনৈতিক ব্যক্তিদের দলে টানলে হবে না। অরাজনৈতিক ব্যক্তিদেরও দলে চাই। সেইমতো এবার অরাজনৈতিক ব্যক্তিরাও যোগ দিলো তৃণমূলে।

এদিন তৃণমূলে যোগ দিলেন দুই নামে বাউল শিল্পী কার্তিক দাস ও লক্ষণ দাস বাউল। তারা দুজনেই খ্যাতনামা বাউল। তপসিয়া তৃণমূল ভবনে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এবং উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েন।

আরো পড়ুন-আগামী শনিবার গনেশ চতুর্দশী, বাড়িতে গনেশ থাকলে সংসারে আসবে বুদ্ধি, সম্মান প্রতিপত্তি

এছাড়াও এদিন তৃণমূলে যোগ দিয়েছেন শিল্পপতি সন্দীপ ভালোটিয়া এবং মেদিনীপুরের বিশিষ্ট শল্যচিকিৎসক বাদল অশ্রু ঘাটা।

তৃণমূলে যোগ দিয়ে এদিন বিশিষ্ট বাউল শিল্পী কার্তিক দাস বাউল বলেন “দিদিকে ভালবাসি। আজ থেকে নয়। যবে থেকে দিদি দল করছেন তবে থেকে। আমি তৃণমূলেই ছিলাম। দিদির ডাকে কত্ত অনুষ্ঠানে গান গেয়েছি! আজ আনুষ্ঠানিক ভাবে সবটা হল!” তিনি আরো বলেন ” আমরা গান করতে পারি। ওটাই করব। ঘুরে ঘুরে। গ্রামে গ্রামে। গানের মাধ্যমেই রাজনীতির কথা বলব।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর