আজ কৌশিকি আমাবস্যা, তারাপীঠে চলছে মায়ের বিশেষ পূজাঅর্চনা - Bangla Hunt

আজ কৌশিকি আমাবস্যা, তারাপীঠে চলছে মায়ের বিশেষ পূজাঅর্চনা

By Bangla Hunt Desk - August 18, 2020

আজ কৌশিকী অমাবস্যা৷ তারাপীঠে চলছে মায়ের বিশেষ পূজাঅর্চনা ৷ এই অমাবস্যার আরেক নাম তারা রাত্রিও৷ তন্ত্র সাধনার জন্য আজকের এই অমাবস্যা খুবই গুরুত্বপুর্ণ বলে মনে করা হয়৷ তবে শুধু হিন্দু শাস্ত্রে নয়, বৌদ্ধ শাস্ত্রেও এই অমাবস্যার গুরুত্ব রয়েছে৷

মহাভোগ ও মহা রাজবেশে মায়ের এই পূজা অনুষ্ঠিত হয়। এই অমাবস্যাকে ‘তারা রাত্রি’ও বলা হয়। ধুমধাম করে তারাপীঠে এই পুজো করা হয়। কিন্তু এই বছর করোনার কারণে তারাপীঠ মন্দিরে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তিথি মেনে যে পুজো করা হয় তা ইতিমধ্যে সেখানে শুরু হয়ে গিয়েছে। সমস্ত রীতিনীতি মেনে মায়ের পূজা আর্চনা চলছে।

আরো পড়ুন- কৌশিকী অমাবস্যা কি? এই বিশেষ দিনে তন্ত্রসাধনা করলে কি রূপ ফল মেলে, জানুন..

অমাবস্যা তিথি শুরু হয়েছে ১৮ অগাস্ট মঙ্গলবার সকাল ১০টা ৪১ মিনিট থেকে আর অমাবস্যা শেষ হচ্ছে ১৯ অগাস্ট বুধবার সকাল ৮টা ১২ মিনিটে। প্রতিবছর ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা হয়। বিশেষভাবে এই অমাবস্যা বেশ গুরুত্বপূর্ণ। কথিত আছে, এই বিশেষ তিথিতে তন্ত্রসাধনা করে তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। সেই সময় থেকেই দিনটি বিশেষভাবে পালিত হয়।

আরো পড়ুন- দিলীপ মুকুল নয়, ২০২১-শে বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে! তা সাফ জানালো সৌমিত্র খাঁ

কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্র মতে ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই দিনে করলে আশাতীত ফল মেলে। সাধক কুলকুণ্ডলিনী চক্রকে জয় করে। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্র মতে এই রাতকে ‘তারা রাত্রি’ও বলা হয়৷ এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন৷

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর