বিশ্বভারতীতে ভাঙচুরের ঘটনার নাম জাড়ালো তৃণমূল বিধায়কের - Bangla Hunt

বিশ্বভারতীতে ভাঙচুরের ঘটনার নাম জাড়ালো তৃণমূল বিধায়কের

By Bangla Hunt Desk - August 18, 2020

বোলপুর ; বিশ্বভারতীতে পাঁচিল ভাঙার পিছনে তৃণমূলের উস্কানি ছিল অভিযোগ করলো বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে সোমবারের ঘটনায় একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি,পরিবেশ আদালতের নির্দেশ মেনে পৌষমেলার মাঠে পাঁচিল তোলা হচ্ছিল, উপাচার্যের নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজ করাছিল। কিন্তু সোমবার বিশ্ববিদ্যালয় চত্বরে পাঁচিল তোলাকে কেন্দ্র করে কার্যত তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় এবং পড়ুয়াদের একাংশ জেসিবি নিয়ে গিয়ে নির্মাণকাজ ভেঙে ফেলেন বলে অভিযোগ। এরপর পরিস্থিতি আরও জটিল হয়। মুক্ত শিক্ষাঙ্গনে পাঁচিল কেন, এই প্রশ্ন তুলে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করেন পড়ুয়ারা। রাস্তাও অবরোধ করা হয়। এরপরই বিশ্বভারতীয় তরফের শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হয়।

আরো পড়ুন- কৌশিকী অমাবস্যা কি? এই বিশেষ দিনে তন্ত্রসাধনা করলে কি রূপ ফল মেলে, জানুন..

অভিযোগ, ভাঙচুর চালানো হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিপ্লবলৌহ চৌধুরীর বাড়িতেও৷ সোমবার রাতে অধ্যাপকের বাড়িতে ভাঙচুর চালানো হয়৷ ভাঙচুর করা হয় তাঁর গাড়িতেও৷ অন্যদিকে বিশ্বভারতীতে ভাঙচুরের ঘটনায় তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ি সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷

দুবরাজপুরের বিধায়ক নরেশ বাউড়ি ছাড়াও সেই তালিকায় রয়েছেন বোলপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলার ওমর শেখ, সুকান্ত হাজরা, নেতা দেবব্রত সরকার, চন্দন সামন্ত, সুনীল সিং, সুব্রত ভকত, আমিনুল হুদা। এঁদের বিরুদ্ধে সরকারি সম্পত্তিতে পরিকল্পিত ভাঙচুর, লুটপাট, প্রমাণ লোপাটের চেষ্টার একাধিক অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার বিশ্বভারতীয় তথ্য জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে গোটা ঘটনা জানিয়ে চিঠি পাঠানো হচ্ছে। এদিকে, বিশ্বভারতীর মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের জট কাটাতে তৎপর জেলা প্রশাসন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর