'ভারতে ফেসবুকে নিয়ন্ত্রণ করছে বিজেপি- আরএসএস, মার্কিন প্রতিবেদনকে হাতিয়ার করে আক্রমণ রাহুলের - Bangla Hunt

‘ভারতে ফেসবুকে নিয়ন্ত্রণ করছে বিজেপি- আরএসএস, মার্কিন প্রতিবেদনকে হাতিয়ার করে আক্রমণ রাহুলের

By Bangla Hunt Desk - August 16, 2020

শুক্রবার ওয়াল ষ্ট্রিট জার্নালের এক প্রতিবেদনকে হাতিয়ার করে বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের অংশটি কাটিং করে রাহুল গান্ধী টুইট করে লেখেন ” ভারতে ফেসবুক হোয়াটসঅ্যাপ কে নিয়ন্ত্রন করছে বিজেপি আরএসএস”।

মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে এই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, “ব্যবসায়িক মুনাফার কথা মাথায় রেখেই বিজেপি নেতার ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ফেসবুক কর্তৃপক্ষ। বিজেপি নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করলে ভারতে ব্যবসা ক্ষতি হতে পারে। এই আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক”।

যদিও রাহুলের এহেন আক্রমণের জবাব দিতে দেরী করেনি বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এদিন টুইট করে লিখেছেন ” যারা পরাজিত, যারা মানুষের মধ্যে কোন প্রভাব তৈরি করতে পারে না, এমনকি নিজের দলের মধ্যে যাদের নিয়ন্ত্রণ নেই তারাই শুধু ভাবেন সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে বিজেপি আর আরএসএস”।

রাহুল গান্ধী রোহিঙ্গা মুসলিমদের সম্পর্কে বিজেপি নেতা টি রাজা সিংহের বক্তব্য উল্লেখ করে এমন সংবাদটি শেয়ার করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, টি রাজা সিংহের বক্তব্য ফেসবুকের ঘৃণ্য বক্তৃতা বিধি লংঘন করলেও তিনি ফেসবুক ব্যবহার করতে সক্ষম হয়েছেন। রাহুল গান্ধী টুইট করে জানিয়েছেন “বিজেপি এবং আরএসএস ভারতে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ করে। তারা এর মাধ্যমে জাল সংবাদ এবং ঘৃণা ছড়ায় এবং এটি ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করে। সর্বোপরি আমেরিকান মিডিয়া ফেসবুক সম্পর্কে সত্য প্রকাশ করেছে”।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর