করোনা আক্রান্ত রাম মন্দির ট্রাস্টের প্রধান! ভূমি পূজনের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন তিনি - Bangla Hunt

করোনা আক্রান্ত রাম মন্দির ট্রাস্টের প্রধান! ভূমি পূজনের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন তিনি

By Bangla Hunt Desk - August 13, 2020

বাংলা হান্ট ডেস্ক ; করোনায় আক্রান্ত হলেন রাম মন্দির ট্রাস্টের প্রধান পুরোহিত নিত্য গোপাল দাস। ৫ ই আগস্ট রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে মোদির সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন নিত্য গোপাল দাস। যার ফলে উদ্বেগ বেড়ছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির স্বাস্থ্য নিয়েও।

নিত্য গোপাল দাসের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি সামনে আসে। যেখানে দেখা যায় ভূমি পূজার অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন তিনি। শুধু তাই নয় সেই সময় মহন্ত নিত্য
গোপাল দাসের মুখে ছিলনা কোন মাক্স। যার ফলে উদ্বেগ বেড়েছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির স্বাস্থ্য নিয়ে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মহন্ত নিত্যগোপাল দাশের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মথুরার জেলা শাসক ও মেদান্ত হাসপাতালের ডাক্তার ত্রেহানের সঙ্গে কথা বলে রাম মন্দির ট্রাস্টের প্রধানের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন যোগী।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর