ফের চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যু, প্রায় সাড়ে ৬ লাখ টাকা বিল না মেটালে দেহ দিতে আপত্তি হাসপাতালে - Bangla Hunt

ফের চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যু, প্রায় সাড়ে ৬ লাখ টাকা বিল না মেটালে দেহ দিতে আপত্তি হাসপাতালে

By Bangla Hunt Desk - August 13, 2020

বাংলা হান্ট ডেস্ক; কলকাতায় ফের চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল ইএম বাইপাসের পাশে ধারে এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। পরিবারের সদস্যদের অভিযোগ বিল না মেটানো হলে দেহ ছাড়বেনা হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘ বাক-বিতণ্ডার পর অবশেষে দেহ ছাড়তে রাজি হয় হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, ইএম বাইপাসের ধারে আনন্দপুর নোনাডাঙার বাসিন্দা কৌশিক চক্রবর্তীর স্ত্রী নিশা চক্রবর্তী গত ২৪ শে জুন স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে পুত্র সন্তানের জন্ম দেয়। সদ্যোজাত সন্তানটির হৃদযন্ত্রর ফুটো ধরা পড়ে। এরপরই বাগুইহাটি স্পন্দন হাসপাতালে ওই সন্তানকে রেফার করা হয়। পরিবারের সদস্যদের অভিযোগ স্পন্দন হাসপাতালে ওই শিশুর সেভাবে কোন চিকিৎসায় হয়নি, অথচ আকাশছোঁয়া বিল করা হয়। পরিবারের লোকের আরও অভিযোগ, হাসপাতালে মার্কেটিং কর্মী শুভজিৎ দে বলেন চিকিৎসা করতে গেলে প্রচুর টাকা লাগবে।

অভিযোগ, পর্যাপ্ত চিকিৎসা হচ্ছে না, একথা বলতেই সদ্যজাতের পরিবারকে ৬ লক্ষ ৪৪ হাজারের বিল ধরায় হাসপাতাল। টাকার জন্য চাপ দেওয়া হয়। বকেয়া শোধ না করলে ফল ভাল হবে না বলে হুমকিও দেওয়া হয় শিশুটির পরিবারের সদস্যদের। এরপরই বৃহস্পতিবার সকালে সদ্যজাতের মৃত্যু হয়েছে বলে জানানো হয় পরিবারকে। খবর পেয়ে পরিবারের সদস্য হাসপাতালে যেতেই ফের তাঁদের কাছে বাকি টাকার দাবি জানায় কর্তৃপক্ষ। বকেয়া টাকা না মেটালে দেহ ছাড়া হবে না বলেও জানানো হয় বলেই অভিযোগ। এই নিয়ে অশান্তি বাধে দু’পক্ষের। পরে ২০ হাজার টাকা নিয়ে দেহ ছাড়ে হাসপাতাল।

সূত্রের খবর হূদযন্ত্রের পাশাপাশি সদ্যজাত পুত্র সন্তানের ইনফেকশনও হয়েছিল তবে এখনও পর্যন্ত এই ঘটনায় পরিবারের তরফে বাগুইআটি থানায় লিখিত কোন অভিযোগ দায়ের করা হয়নি।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই কার্যত একই ঘটনা ঘটেছিল কলকাতায়। করোনা রোগীকে ভরতির টাকা নিয়ে দর কষাকষির মাঝে ডিসান হাসপাতালের সামনেই অ্যাম্বুল্যান্সেই মৃত্যু হয় রোগীর। 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর