তৃনমুলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতির বাড়িতে বোমাবাজি করল দুষ্কৃতীরা - Bangla Hunt

তৃনমুলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতির বাড়িতে বোমাবাজি করল দুষ্কৃতীরা

By Bangla Hunt Desk - August 12, 2020

বালুরঘাট ১২ আগষ্ট ; রাতের অন্ধকারে দক্ষিন দিনাজপুর জেলা তৃনমুল শ্রমিক সংগঠনের জেলা সভাপতির গঙ্গারামপুরের বাড়িতে বোমা ফাটিয়ে হামলা চালালো একদল দুষ্কৃতী। রাতেই জেলা সভাপতির তরফে থানায় খবর দিলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। যদিও তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে তৃণমূল শ্রমিক নেতা মজিরুদ্দিন মণ্ডলের বাড়িতে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এতে তাঁর বাড়ির টিনের ছাদের একাংশ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হলে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। কিন্তু এদিক ওদিক খোজাখুজি করেও পুলিশ কাউকে ঘটনার সাথে জড়িত কোন দুষ্কৃতিকে ধরতে না পেরে থানায় ফিরে যায়।

অপরদিকে তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মজিরুদ্দিন মণ্ডল বলেন, ‘গতকাল গভীর রাতে বাড়িতে বিকট শব্দ শুনতে পাই। এই ঘটনার কিছুক্ষণ বাদে বাইরে বেরিয়ে এসে দেখি আমার টিনের ছাদের একাংশ বোমা বিস্ফোরণের জেরে ভেঙে গিয়েছে। এরপর আমি তড়িঘড়ি গঙ্গারামপুর থানায় খবর দিই। রাতেই পুলিশ এসে তদন্ত শুরু করে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, সে বিষয়ে এই মুহূর্তে অনুমান করতে পারছি না। তবে এই বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি।’

অন্যদিকে, বুধবার সকালে এই ঘটনা ছড়িয়ে পড়তেই জেলার তৃণমূল শিবিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জেলা তৃণমূল নেতৃত্ব এই নিয়ে তেমন মুখ খুলতে না চাইলেও গঙ্গারামপুরের বাসিন্দাদের মধ্যে এই নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের আশঙ্কা এটা তৃনমুলের নব্য তৃনমুল আর পুরাতন তৃনমুলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। জেলা তৃনমুল কমিটি নিরেপেক্ষ ভাবে না করলে রাতের অন্ধকারে এই রকম হামলা বাড়বে বই কমবে না গঙ্গারামপুরে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর