শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে জন্ম নিল ৩ রয়্যাল বেঙ্গল শাবক - Bangla Hunt

শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে জন্ম নিল ৩ রয়্যাল বেঙ্গল শাবক

By Bangla Hunt Desk - August 12, 2020

শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে জন্ম নিল ৩ রয়্যাল বেঙ্গল শাবক। আজ ভোরে রয়্যাল বেঙ্গল টাইগার শীলা ৩ শাবকের জন্ম দেয়। আগেও শীলা তিন শাবকের জন্ম দিয়েছিল। তাদের মধ্যে পরবর্তীতে ১ টি শাবক মারা যায়। নতুন শাবকদের মিলিয়ে এখন বেঙ্গল সাফারিতে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাড়ালো ৭ টি। তবে আগামী বেশকয়েকদিন শীলা ও নতুন শাবকদের কাছাকাছি কয়েকজন বনকর্মীদের যেতে দেওয়া হবে না। সিসিটিভি এর মাধ্যমেই তাদের উপর নজর রাখা হবে।
প্রসঙ্গত, এর আগে বেঙ্গল সাফারিতে জন্ম নেওয়া ব্যাঘ্র শাবকদের নাম দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বনদপ্তর সূত্রে খবর এবারও তিনি নতুন শাবকদের নাম ঘোষণা করতে পারেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর