বাংলা সহ ১০ রাজ্যে করোনা টেস্টের সংখ্যা আরো বাড়াতে হবে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বলেন প্রধানমন্ত্রী - Bangla Hunt

বাংলা সহ ১০ রাজ্যে করোনা টেস্টের সংখ্যা আরো বাড়াতে হবে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বলেন প্রধানমন্ত্রী

By Bangla Hunt Desk - August 11, 2020

বাংলা হান্ট ডেক্স ; গোটা দেশের মধ্যে ১০ রাজ্যে করোনা সংক্রমনের মাত্রা অত্যান্ত বেশি। তার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। মঙ্গলবার সেই ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীর নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। এইসব রাজ্যগুলি যদি করোনা কে হারিয়ে ফেলতে পারে তাহলেই দেশ করোনার বিরুদ্ধে জয়ী হবে। আর তাতে রাজ্য সরকার গুলির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আজকের এই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন ‘বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট, তেলেঙ্গানা, মহারাষ্ট্রে করোনা টেস্টের সংখ্যা আরো বাড়াতে হবে। করোনা নিয়ন্ত্রণে রাজ্য সরকার গুলোর কাছে পরামর্শও চেয়েছেন তিনি। তিনি বলেছেন রাজ্য সরকার গুলিকে মিলিতভাবে টিমওয়ার্কের মত কাজ করতে হবে কেন্দ্রের সঙ্গে। তবেই সুফল মিলবে। এই সঙ্গে ১০ টি রাজ্যকে আর তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী দিন আরও বলেন ‘এখনও পর্যন্ত আমাদের যা অভিজ্ঞতা তাতে কনটেনমেন্ট জোন তৈরি করা, কনট্যাক্ট ট্রেস করা ও নজরদারিরই হল করোনা রোখার মোক্ষম অস্ত্র।
একাধিক রাজ্য সেই পথেই করোনা দমন করে চলেছেন। করোনা আক্রান্তদের ৭২ ঘন্টা কড়া নজরদারির মধ্যে রাখার পরামর্শও দিয়েছেন তিনি’।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর