২৪ ঘন্টায় করোনা সংক্রমণে রেকর্ড মৃত্যু হল দেশে! আক্রান্তের সংখ্যা ৬১,৫৩৭ - Bangla Hunt

২৪ ঘন্টায় করোনা সংক্রমণে রেকর্ড মৃত্যু হল দেশে! আক্রান্তের সংখ্যা ৬১,৫৩৭

By Bangla Hunt Desk - August 08, 2020

বাংলা হান্ট ডেস্ক ; একদিকে আনলকে নিয়মের প্রতি চূড়ান্ত অনীহা অন্যদিকে স্বাস্থ্য বিধির বিষয়ে অব্যবস্থা। এই দুইয়ের প্রভাবে গত এক মাসে ভারতে চূড়ান্তভাবে বেড়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যুর হার নতুন রেকর্ড গড়লো। প্রায় ১ হাজার জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমনে।

গত ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১,৫৩৭ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ৮৮ হাজার ৬১২ জন। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৯৩৩ জন। এবং দেশে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখের বেশি মানুষ।

গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও কমেছে । আক্রান্তের হার ৬২ হাজার থেকে ৬১ হাজারে নেমেছে।

এদিকে চলতি মাসে এখনও পর্যন্ত নতুন করে সংক্রমণের জেরে বিশ্বে এক নম্বরে ভারত।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর